এতদিনে আমরা মেশিন লার্নিংয়ের টার্গেট সম্পর্কে জানতে পারলাম। কিন্তু ম্যাথমেটিক্যাল মডেল কীভাবে কাজ করছে সেটা সম্পর্কে এখনো অজ্ঞ। এখনকার আলোচনা গুলোতে প্রেডিক্টিভ মডেল বিল্ডিংয়ের পাশাপাশি আমরা দেখব মডেলগুলো আসলে কীভাবে তৈরি হচ্ছে বা এর পিছনের লজিক টা আসলে কী।
- লিনিয়ার রিগ্রেশন কী
- মডেল রিপ্রেজেন্টেশন (Model Representation)
- কস্ট ফাংশন (Cost Function)
- কস্ট ফাংশন ইনটুইশন (Cost Function Intuition)
শুরু করা যাক।
শুরু করার আগে আমরা বিখ্যাত বাড়ির দরদাম ডেটাসেট এর কথা চিন্তা করি। মনে করুন, আপনার বন্ধু রিয়েল এস্টেট বিজনেসম্যান এবং আপনি একজন ডেটা সায়েন্টিস্ট। আপনার বন্ধু আপনার সম্পর্কে জানতে পেরে ভাবল আপনাকে দিয়ে তার বিজনেসের কিছু কাজ করিয়ে নেবে বদলে আপনাকেও কিছু ৳ দেবে।
কাজটা হল, আপনার বন্ধুর কাছে একটা ডেটাসেট আছে, যেখানে বাড়ির আকার ও দরদাম দেওয়া আছে। আপনার যেটা করতে হবে, সেটা হল সেই ডেটাসেটে মেশিন লার্নিংয়ের বিশ্লেষণী ক্ষমতা অ্যাপ্লাই করে, যে বাড়ির আকার দেওয়া নেই সেই আকারের বাড়ির দাম প্রেডিক্ট করতে হবে।
বাড়ির সাইজ (একক - sq ft) (ধরি এটা X) | বাড়ির দাম (একক - ৳) (ধরি এটা, Y) |
---|---|
2104 | 399900 |
1600 | 329900 |
2400 | 369000 |
1416 | 232000 |
3000 | 539900 |
1985 | 299900 |
1534 | 314900 |
1427 | 198999 |
1380 | 212000 |
1494 | 242500 |
1940 | 239999 |
2000 | 347000 |
1890 | 329999 |
4478 | 699900 |
1268 | 259900 |
2300 | 449900 |
1320 | 299900 |
1236 | 199900 |
2609 | 499998 |
3031 | 599000 |
1767 | 252900 |
1888 | 255000 |
1604 | 242900 |
1962 | 259900 |
3890 | 573900 |
1100 | 249900 |
1458 | 464500 |
2526 | 469000 |
2200 | 475000 |
2637 | 299900 |
1839 | 349900 |
1000 | 169900 |
2040 | 314900 |
3137 | 579900 |
1811 | 285900 |
1437 | 249900 |
1239 | 229900 |
2132 | 345000 |
4215 | 549000 |
2162 | 287000 |
1664 | 368500 |
2238 | 329900 |
2567 | 314000 |
1200 | 299000 |
852 | 179900 |
1852 | 299900 |
1203 | 239500 |
এই সমস্যাটি আসলে রিগ্রেশন এর মধ্যে পড়ে, কীভাবে?
রিগ্রেশন মানে Real-value আউটপুট প্রেডিক্ট করতে হবে। আরেক ধরণের প্রেডিকশন আমরা করে এসেছি (হ্যাঁ/না ভিত্তিক), সেটা হল ক্লাসিফিকেশন। তারমানে 10, 20, 30, বা 1236, 5.123 ইত্যদি ইত্যাদি প্রেডিক্ট করার মানেই হল আমি একটা রিগ্রেশন প্রবলেমে হাত দিয়েছি।
লিনিয়ার মানে সরলরেখা টাইপের। আমরা যদি সমস্যাটি একটা লাইনের মত মডেল দিয়ে সল্ভ করতে চাই তাহলে সেটা হবে লিনিয়ার মডেল।
তাহলে লিনিয়ার রিগ্রেশন হল লাইনের মত মডেল দিয়ে Real Value প্রেডিক্ট করার পদ্ধতি। যদি আমার মডেলটা ব্যাঁকাত্যাড়া লাইনের মাধ্যমে ভ্যালু প্রেডিক্ট করত তাহলে তার নাম হত Polynomial Regression।
আচ্ছা, ডায়বেটিস ডেটাসেট বিশ্লেষণ করার সময় আমরা বেশ কিছু ইনপুট ভ্যালু নিয়ে কাজ করেছিলাম যেমন no. of pregnencies, insulin level
ইত্যাদি। **কিন্তু আপনার বন্ধু যে ডেটাসেট দিয়েছে তাতে ইনপুট কলাম মাত্র একটা বাড়ির সাইজ
।
তাই আমরা এই সমস্যাকে Single Variable Linear Regression
হিসেবে ভাগ করছি। যদি এখানে একটার বদলে আরও একটা ইনপুট ভ্যারিয়েবল থাকত, যেমন No of rooms
থাকত তাহলে তাকে আমরা বলতাম Multi Variable Linear Regression Problem
কারণ, আমরা এখানে সঠিক উত্তরসহ কিছু ডেটা দিচ্ছি, মানে আমরা অলরেডি কিছু বাড়ির আকার ও দাম জানি, সেটাই মেশিন লার্নিং মডেলে পাঠাব। লেবেলড ডেটা পাঠানোর মানেই হল সুপারভাইজড লার্নিং।
আমরা ছোট একটা ডেটাসেটের এর মাধ্যমে বিষয়টা বোঝার চেষ্টা করি। ধরা যাক, আপনার নামীদামী রেস্টুরেন্টে খেতে যাওয়ার হার আপনার আয়ের সমানুপাতিক। আর আপনি এমন একটা কোম্পানিতে চাকরি করেন যেখানে আপনার বেতন মাসে মাসে বাড়ে (আছে নাকি এমন কোম্পানি?) ।
আপনি ৫ মাস চাকরি করার পর হিসেব করতে বসলেন আপনি ৫ মাসের, প্রতি মাসে কয়বার কেএফসি, বিএফসি, হাজীর বিরিয়ানি, স্টার কাবাব ইত্যাদি ইত্যাদিতে খেতে গিয়েছেন। হিসেব করার পর দেখলেন ডেটাসেট টা দাঁড়িয়েছে এইরকম।
প্রতি মাসে আয় (৳) | প্রতি মাসে কয়বার বাইরে খেতে গিয়েছেন |
---|---|
20k | 5 |
30k | 10 |
40k | 15 |
50k | 20 |
60k | 25 |
আপনি যেহেতু এতক্ষণে matplotlib
লাইব্রেরিতে ভালই হাত পাকিয়েছেন তাই ভাবলেন একটা গ্রাফ এঁকে ফেলা যাক।
import matplotlib.pyplot as plt
import numpy as np
beton = np.array([20, 30, 40, 50, 60])
khaoa = np.array([5, 10, 15, 20, 25])
plt.xlabel('Proti mash e income')
plt.ylabel('Khete jaoar har')
# আয় vs ব্যয়
plt.title("Ae vs Bae")
plt.plot(beton, khaoa)
plt.show()
এবার যদি আপনাকে বলি, আচ্ছা বলেন তো, ৬ষ্ঠ মাসে আপনি কতবার বাইরে খেতে যাবেন? আপনি কষ্ট ছাড়াই বলে দিতে পারবেন, ৩০ বার (যদি আয় সুষমভাবে বাড়ে) ।
এইযে আপনি প্রেডিক্ট করলেন, সেটার কিন্তু একটা ম্যাথমেটিক্যাল মডেল তৈরি করা যায়।
এই সমীকরণ দিয়ে আপনি ডেটসেট ভেরিফাই করতে পারেন।
এইখানে আমি একটা সমীকরণ তৈরি করলাম, এটাই হল সেই লিনিয়ার মডেল যেখানে আপনি Aye
ইনপুট দিলে কয়বার বাইরে খেতে যাবেন সেটা প্রেডিক্ট করা যাবে। লিনিয়ার মডেল হওয়ার চাক্ষুষ প্রমাণ হল গ্রাফ। আপনার এই ডেটাসেট সন্দেহাতীত ভাবে লিনিয়ার মডেলে Fit
করে যায়।
এবার আরেকটা সিনারিওর কথা চিন্তা করা যাক,
প্রতি মাসে আয় (৳) | প্রতি মাসে কয়বার বাইরে খেতে গিয়েছেন |
---|---|
20k | 5 |
30k | 10 |
40k | 15 |
50k | 20 |
60k | 25 |
50k | 25 |
40k | 15 |
30k | 2 |
এই ডেটাসেট এ দেখুন প্রথমদিকের মাসগুলোতে আপনার ইনকাম বাড়লেও পরবর্তীতে কমছে, প্রথম প্রথম আপনি বাইরে খেতে যাওয়ার অভ্যাস ছাড়তে পারেন নি। তারপর একদম বেশিই কন্ট্রোলে নিয়ে ফেলেছেন।
এই ডেটাসেট এর একটা স্ক্যাটার প্লট দেখা যাক,
এইবার আপনাকে যদি বলি, পরের মাসে আপনার আয় যদি 15k তে নামে তাহলে আপনি কয় বার যাবেন? এখন আর ডেটাসেট এ লিনিয়ার প্যাটার্ন নেই, কোন স্পেসিফিক ইক্যুয়েশন ও নেই যার মাধ্যমে আপনি সহজেই প্রেডিক্ট করতে পারবেন।
আমরা হয়ত এক্সট্রিম কন্ডিশন ধরে নন লিনিয়ারিটি বাদ দিয়ে লিনিয়ার মডেল বসাতে পারি। সেটা পরের আলোচনা। এখন আমরা লিনিয়ার প্যাটার্ন নিয়েই আলোচনা করব। আমরা লিনিয়ার রিগ্রেশন বুঝলাম, এখন বুঝব মডেল রিপ্রেজেন্টেশন কী জিনিস।
মডেল রিপ্রেজেন্টেশন এর সহজ বাংলা হল, একটা ডেটাসেট এ আমরা যে বিশ্লেষণ চালাব, সেটার বিভিন্ন নোটেশন এর মানে কী, কিভাবে লেখে এবং কেতাবি গঠন কীরকম। এটার দরকার কেন? কারণ হল আপনি যখন মেশিন লার্নিংয়ের থিওরিটিক্যাল বই পড়তে যাবেন তখন এই কোর্সের সাথে মিল পাবেন না। সেখানে ম্যাথের হাবিজাবি সিম্বল দিয়ে মডেল রিপ্রেজেন্ট করা থাকতে পারে। তাই সেগুলো বোঝার জন্য আমাদের অফিশিয়াল নোটেশন সম্পর্কেও জানা দরকার।
আপনার বন্ধুর দেওয়া ডেটাসেট টা আবার একটু দরকার তাই এখানে আরেকবার পেস্ট করলাম।
বাড়ির সাইজ (একক - sq ft) (ধরি এটা X) | বাড়ির দাম (একক - ৳) (ধরি এটা, Y) |
---|---|
2104 | 399900 |
1600 | 329900 |
---- | ---- |
1852 | 299900 |
1203 | 239500 |
এই ডেটাসেট এর Row
সংখ্যা 47 তাই আমরা লিখব,
m = 47
X = "input" variable / feature
Y = "output" variable / "target" value
$$ (x, y) $$ এই নোটেশন দিয়ে একটা Row বোঝানো হয়, সেটা যেকোন টা হতে পারে।
আমি যদি 20 তম Row বুঝাতে চাই সেক্ষেত্রে আমি লিখব $$ (X^{(20)}, Y^{(20)}) $$।
তারমানে
একটা ডায়াগ্রাম দেখা যাক,
এই
ধরি আমাদের Hypothesis হচ্ছে,
আমরা সাধারণত আয় হিসেব করে ব্যয় করি। সবসময় চেষ্টা করি যাতে আমাদের ব্যয় সর্বনিম্ন হয়। মেশিন লার্নিংয়ের ক্ষেত্রে ঠিক তাই করা হয়। এখানে সর্বাত্মক চেষ্টা থাকে, Cost Function কতটা মিনিমাইজ করা যায়। মডেল ট্রেইনিং বলতে আমরা বুঝি Cost Function Minimization।
কস্ট ফাংশন মিনিমাইজ করার আগে বুঝতে হবে Cost Function দ্বারা আসলে কী বোঝায়। Cost Function বোঝার আগে আরেকটা জিনিস জেনে নেওয়া যাক।
আমরা হাইপোথিসিস এর জন্য যে ফাংশনটি বাছাই করেছি
একটা কাজ করি আগে, আপনার বন্ধুর দেওয়া ডেটাসেট এর একটা স্ক্যাটার প্লট এঁকে ফেলি।
আমাদের যেটা করতে হবে এইরকম একটা স্ট্রেইট লাইন এই ডেটার মধ্যে Fit
করতে হবে।
তারমানে hypothesis
এর মান (প্রেডিকশন) ডেটাসেট এর মানের কাছাকাছি হয় অর্থাৎ খরচ সবচেয়ে কম হয় বা Cost Function Minimized হয়।
থিটা এর মান কিরকম হলে সেটা ডেটাসেট এ ফিট করবে সেটা জানার আগে আমাদের দেখতে হবে প্যারামিটার (থিটা গুলো) এর মান পরিবর্তনের সাথে সাথে h
এর গ্রাফ কীরকম আসে।
ধরি এবং
তাহলে গ্রাফ আসবে এইরকম,
ধরি এবং
তাহলে গ্রাফ আসবে এইরকম,
ডেটাসের এর সাথে কিন্তু প্রায় ফিট করে গেছে। আমাদের যেটা করতে হবে লাইনটা আরেকটু শিফট করে উঠাতে হবে,
এখানে
এবার আমরা দুইটা প্যারামিটার ব্যবহার করে আবার গ্রাফ প্লট করার চেষ্টা করি।
ধরি, এবং
আমাদের হাইপোথিসিস হয়,
এইবার প্রতি বাড়ির সাইজের জন্য আমাদের হাইপোথিসিস এর আউটপুট এর স্ট্রেইট লাইন প্লট ও স্ক্যাটার প্লটের আউটপুট কম্পেয়ার করে দেখা যাক
বলতেই হবে বেশ ভালই এসেছে (দৃশ্যত)। কিন্তু দেখুন উপরের দিকে কিছু ডেটা বাদ পড়ে গেল, তারমানে আমরা
সবুজ রংয়ের লাইনটা আমাদের নতুন হাইপোথিসিস। লাল রংয়ের লাইনটা হচ্ছে আগের।
সব ই বুঝলাম কিন্তু কস্ট ফাংশনটার কথা বললেন না? সেইটার টিকিটাও পাচ্ছি না।
চিন্তার কিছু নাই, আমরা হাইপোথিসিস দাঁড়া করিয়েছি এইবার আমরা কস্ট ফাংশন দেখব।
Cost Function কে
Cost Function এর সূত্র হল,
মনে আছে তো কোনটা কি? না মনে থাকলে শুরু থেকে পড়ে নিন। আমি এখানে Cost Function হিসেবে Ordinary Least Square মেথড অ্যাপ্লাই করেছি। Cost Function যে শুধু এটাই হবে তা নয়। তবে সাধারণত এইটা ব্যবহার করা হয়।
কস্ট ফাংশন যেটা বলতে চায়, সেটা হল; আমরা প্রতি Observation এর জন্য Error বের করব (Error = Hypothesis Value - Real Value), সেই Error কে বর্গ করব। এভাবে প্রতি
কথা না বাড়িয়ে আমরা ডেটাসেট এর 5 টি অবজারভেশনের জন্য Cost ক্যালকুলেট করি।
বাড়ির সাইজ (একক - sq ft) (ধরি এটা X) | বাড়ির দাম (একক - ৳) (ধরি এটা, Y) |
---|---|
2104 | 399900 |
1600 | 329900 |
2400 | 369000 |
1416 | 232000 |
3000 | 539900 |
Input,
X = [2104, 1600, 2400, 1416, 3000]
Real output,
Y = [399900,329900, 369000, 232000, 539900]
Hypothesis output,
Example,
h1 = 90000 + 120 * 2104 = 342480
h2 = 90000 + 120 * 1600 = 282000
....
h5 = 90000 + 120 * 3000 = 450000
H = [342480, 282000, 378000, 259920, 450000]
তাহলে বোঝা গেল কীভাবে মডেল প্যারামিটারের ভ্যালু ধরে নিয়ে আমরা হাইপোথিসিস ফাংশন দিয়ে ভ্যালু প্রেডিক্ট করলাম।
ভাল করে দেখুন Real ও Predicted ভ্যালু কাছাকাছি হলেও বেশ এরর আছে, আমরা সেই এরর এর উপর ভিত্তি করে Cost Calculate করব।
Real Value (Y) | Predicted Value (H) |
---|---|
399900 | 342480 |
329900 | 282000 |
369000 | 378000 |
232000 | 259920 |
539900 | 450000 |
এখানে Observation বা m = 5, কস্ট ফাংশন এর আউটপুট একটু ভেঙ্গে ভেঙ্গে লেখা যাক,
যেখানে,
এভাবে আমরা বাকি এরর গুলো পাইথন দিয়ে বের করে, সূত্র বসিয়ে Cost Calculate করব।
এবার
এটা হল
এভাবে আমাদের বিভিন্ন
এটা করা হয় পরবর্তী ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন সহজ করার জন্য। আর কিছুই নয়। আপনি হাফ দিয়ে গুণ না করলেও সমস্যা নাই।
Residual, MSE (Mean Square Error), OLS (Ordinary Least Square), Loss Function, Residual Sum of Squares (RSS) কোনটার মানে কী?
- Residual এর মানে সবকয়টি Observation এর প্রডিক্টেড ভ্যালু আর আসল ভ্যালুর পার্থক্যের যোগফল। Error এর সমষ্টি বলতে যা বুঝায়, তা-ই।
- MSE বলতে সবকয়টি Observation এর Error এর বর্গের সমষ্টি বুঝায়
- Ordinary Least Square হল Statistical Estimator, যার সাহায্যে Cost ক্যালকুলেট করছি
- Loss Function হল Cost Function এর আরেকটা নাম বা Alias
-
RSS এর সূত্র হল
$$RSS = \sum_{i=1}^{m}Residual^{2}$$
খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং সচরাচর জিজ্ঞাস্য নয়। Cost Function হিসেবে OLS ব্যবহার করার মূল কারণ
পরবর্তী পর্বে আমরা কস্ট ফাংশনের আরো ইনটুইশন দেখব এবং সমস্যা যদি মাল্টিভ্যারিয়েবলের হয় তাহলে লিনিয়ার মডেল দিয়ে কীভাবে রিপ্রেজেন্ট করতে হয় সেটা সম্পর্কেও জানব।