From c37b8c727eb468a6ff67a2377694e12bbed2a4a7 Mon Sep 17 00:00:00 2001 From: "Md. Abu Taher" Date: Sat, 1 Aug 2020 23:23:01 +0600 Subject: [PATCH] Create readme.md --- readme.md | 47 +++++++++++++++++++++++++++++++++++++++++++++++ 1 file changed, 47 insertions(+) create mode 100644 readme.md diff --git a/readme.md b/readme.md new file mode 100644 index 0000000..871f75c --- /dev/null +++ b/readme.md @@ -0,0 +1,47 @@ +## পাপেটার দিয়ে ওয়েব অটোমেশনের ওয়ার্কশপ + +![](https://i.imgur.com/U8ykPv1.png) + +*ধরেন আপনি একটা ওয়েবসাইট বানাচ্ছেন, সেটার মধ্যে কয়েকশ পেইজ। এখন একটা ফর্ম এড করতে গিয়ে দেখলেন একপাশে ঠিক করতে গিয়ে সাইটের অন্য আরেক অংশের কিছুই কাজ করছে না। প্রতিবার ত ডেভেলপ করার সময় কয়েকশ ফিচার ম্যানুয়ালি টেস্ট করাও সম্ভব না।* + +*আবার ধরেন, আপনার একটা ওয়েবসাইট আছে পুরাতন আমলের, সেটায় লাখ লাখ ডাটা, এখন নতুন করে আরেকটা বানানোর পর আগের লাখ লাখ ডাটা সহজে কিভাবে নতুন ওয়েবসাইটে এন্ট্রি করবেন? ম্যানুয়াল ভাবে করতে গেলেও ত প্রচুর পরিমাণে সময় লাগবে।* + +আপনি ওয়েব ডেভেলপার, ফ্রন্টএন্ড ডেভেলপার, ইউআই টেস্টার, ডাটা এন্ট্রি, ওয়েব রিসার্চ, ইত্যাদি যেই কাজই করুন না করেন, প্রোগ্রামিং জানা থাকা স্বত্ত্বেও অটোমেশনের যুগে বোরিং কাজগুলা ম্যানুয়ালি করার কোন মানে হয় না। + +ওয়েব অটোমেশনের মাধ্যমে আপনি প্রায় দশ গুণ কাজ করতে পারবেন, প্রচুর সময় বাঁচাতে পারবেন, জটিল জটিল সব কাজ করতে পারবেন যেগুলা হাতে করতে গেলেও অনেক সময় সম্ভব না, কয়েকশ গুণ দামি সার্ভার দিয়ে এমন সব কাজ করতে পারবেন যা পঁচা কম্পিউটার দিয়ে করা সম্ভব না। + +২ ঘন্টার করে মোট ৪ ঘন্টার ওয়ার্কশপে আপনি সরাসরি অংশগ্রহন করতে পারবেন গুগল মিটের মাধ্যমে। প্রথম অংশ হবে বিগিনারদের জন্য, পরবর্তী অংশ হবে একটু এডভান্সডদের জন্য। মাঝে কিছু ছোট ছোট বিরতি থাকবে। প্রতিটা সেগমেন্টের পরই প্রশ্নোত্তরের অংশ থাকবে। + +**✅ ওয়ার্কশপ সাবস্ক্রিপশন লিংকঃ** https://forms.gle/jMgKzMNYEqwxPbUk7 + +ওয়ার্কশপ ফিঃ ১০০০ টাকা + +সময়ঃ ৭ আগস্ট, ২০২০, বিকাল ৪ টা হতে রাত ১০ টা। + +রেজিস্ট্রেশনের শেষ তারিখঃ ৬ আগস্ট, ২০২০, রাত ১২ টা। + +**✅ যা শিখতে পারবেনঃ** + +- ওয়েব অটোমেশন কি, কেন, কিভাবে, খুঁটিনাটি +- জব ও ফ্রিল্যান্স মার্কেটে অটোমেশনের চাহিদা +- অনেকগুলো জাভাস্ক্রিপ্ট, ও ভিএসকোড নিনজা টেকনিক +- পাপেটার কি, কেন, কিভাবে, খুঁটিনাটি +- সিলেক্টর বের করার অনেকগুলো উপায় +- সিলেক্টরের ডাটা কালেক্ট করার অনেকগুলো উপায় +- পেইজের ডাটাগুলো সেইভ করার উপায় +- কিভাবে কিবোর্ড ও মাউসের বিভিন্ন ফাংশনাদি ব্রাউজারে করতে হয় +- কিভাবে অফলাইন, মোবাইল, লোকেশন, ইউজার এজেন্ট ইত্যাদি ইমুলেট (বা ফেক) করতে হয় +- কুকি সেইভ করার অনেকগুলো উপায় ও কুকির মাধ্যমে লগিন করার উপায় +- ভিপিএন ও প্রক্সির ব্যবহার করে নির্ধারিত দেশের ডাটা কালেক্ট করা +- ক্যাপচা সলভ করা সহ কয়েকটি প্লাগিনের ব্যবহার +- [প্রজেক্ট] হাজার হাজার ওয়েবসাইট হতে রেজেক্স দিয়ে মোবাইল নাম্বার ও ইমেইল এড্রেস বের করার উপায়, ও বিভিন্ন ব্যাকআপ পদ্ধতি, যা হাতে হাতে করতে প্রচুর সময় লাগবে। + +**✅ জয়েন করার উপায়ঃ** + +আপনাকে অবশ্যই জাভাস্ক্রিপ্ট জানতে হবে। আর নোডজেএস দিয়ে ব্যাকএন্ড ডেভেলপমেন্ট জানা থাকলে প্লাস পয়েন্ট। + +৪ ঘন্টা ব্যাপী পেইড ওয়ার্কশপে জয়েন করতে হলে কোর্সটির ফি বিকাশ, রকেট কিংবা নগদ দিয়ে পরিশোধ করে, ফর্মটি ফিলাপ করুন। + +সঠিক রেফারেল কোড ব্যবহার করে ডিস্কাউন্টও নিতে পারবেন 😎। কোডগুলো বিভিন্ন জায়গায় ছড়ানো ছিটানো আছে। + +**✅ ওয়ার্কশপ সাবস্ক্রিপশন লিংকঃ** https://forms.gle/jMgKzMNYEqwxPbUk7